• অবৈধ অটো, ই-রিকশ বন্ধ করার দাবিতে বাটা মোড়ে বিক্ষোভসভা
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: অবৈধ অটো এবং ই-রিকশ তথা টোটো বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেশতলার বাটা মোড়ে অবস্থান বিক্ষোভ হয়। তাতে অংশ নিয়েছিল ডাকঘর মোড় থেকে চট্টা, অছিপুর, আকড়া, শ্যামপুর সহ ৯টি রুটের প্রায় আড়াশো বৈধ অটোচালক ও তার মালিকরা। ফলে এদিন ওই রুটগুলিতে বিকেল পর্যন্ত কোনও অটো চলেনি। অবস্হানকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। শুধু তাই নয়, আজ শুক্রবারও মহেশতলার প্রায় সমস্ত রুটের আরও দেড় হাজার বৈধ অটো বন্ধ রাখা হবে। 

    অবস্হানকারীদের বক্তব্য, আমাদের অর্থাৎ বৈধ অটোচালক ও মালিকদের এখন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। গোটা মহেশতলা থেকে বজবজ ও পুজালি পর্যন্ত সমস্ত রুটে বৈধ কাগজপত্র সহ অটো চলে দেড় হাজার। সেখানে অবৈধ অটো চলে আরও দেড় হাজার। এর বাইরে তিন হাজার ই রিকশ চলছে। এরা সরকারকে কোনও কর দেয় না। অথচ জোর করে বৈধ অটো চালকদের রুটে ঢুকে গাড়ি চালাচ্ছে। তাতে বৈধ চালকদের যাত্রী কমে গিয়েছে। তাদের রোজগারের অর্ধেক অবৈধ অটো ও  ই রিকশ তুলে নিচ্ছে। এর ফলে লোন করে গাড়ি কিনে কিস্তি দেওয়া যাচ্ছে না। রোড ট্যাক্সও সময় মতো দেওয়া যাচ্ছে না। ফলে ফাইন হচ্ছে

    অটোচালকদের কথায়, মহেশতলা প্রশাসন সহযোগিতা করতে চাইছে। কিন্ত রহস্যজনকভাবে এনিয়ে উপরতলার কোনও হেলদোল নেই। এদিন বাটা মোড়ে দাঁড় করানো অটোর সামনে ও পিছনে সাদা কাগজ সেঁটে দাবিগুলি লেখা হয়। মাইক চালিয়ে প্রচার চালানো হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)