নিজস্ব প্রতিনিধি, বারাসত: খোদ পঞ্চায়েত প্রধানের পাড়া থেকে উদ্ধার হল তাজা বোমা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শাসনের দাদপুর পঞ্চায়েতের উত্তর বয়ড়ায়। পুলিস ও বম্ব স্কোয়াড গিয়ে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে। এছাড়াও উদ্ধার হয়েছে থরে থরে সুতলি ও সদ্য পোড়া একটি ড্রাম। বুধবার একটি বোমা বিস্ফোরণের খবর পায় পুলিস। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে তল্লাশি। এলাকার মানুষ মুখ খোলেনি। কিন্তু পুলিসের কাছে বিশ্বস্ত সূত্র মারফত খবর আসে, এলাকায় মজুত করা হচ্ছে বোমা। তাই বৃহস্পতিবার বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেখানে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে পাঁচটি তাজা বোমা। পাশাপাশি একটি পোড়া ড্রাম ও বেশ কিছু সুতলিও উদ্ধার হয়।
সূত্রের খবর, বুধবার উত্তর বয়ড়া এলাকায় মাটির নীচে ড্রামে মজুত করা হচ্ছিল বোমা। আর তাতে বিস্ফোরণও হয়। কিন্তু প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় দু’জন জখমও হয়েছেন বলে ওই সূত্রের দাবি। তবে, তাঁরা কোথায় চিকিৎসাধীন রয়েছেন তা খুঁজছে পুলিস। ঘটনাস্থলে বুধবার বিস্ফোরণ হয়েছিল, তার প্রমাণ বৃহস্পতিবার পেয়েছে পুলিস। সংগ্রহ করা হয়েছে নমুনাও। এনিয়ে বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন, পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, কারা জড়িত। এনিয়ে দাদপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলামকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি নেতা তাপস মিত্রের কটাক্ষ, এলাকা আগ্নেয়াস্ত্র ও বোমার স্তূপে পরিণত হয়েছে। পুলিস তদন্ত করে সবটাই খোলসা হবে।-নিজস্ব চিত্র