• দুরন্ত গতিতে পার নেই আর! পুলিশের ‘চোখ’ সব রাস্তায়
    এই সময় | ২৫ জুলাই ২০২৫
  • সোমনাথ মণ্ডল

    যদি ভাবেন ট্র্যাফিক আইন লঙ্ঘন করে অথবা অপরাধ ঘটিয়ে ঝড়ের গতিতে গাড়ি নিয়ে পগার পার হবেন—তা হলে কিন্তু ভুল করবেন। স্বয়ংক্রিয় ভাবে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করতে শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তায় আরও বেশি সংখ্যায় এএনপিআর (অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন) ক্যামেরাকে ঢাল করতে চলেছে লালবাজার।

    বিহারের হাসপাতালে গুলি চালানোর ঘটনায় তৌসিফ রাজা এবং তার গ্যাং যে গাড়ি করে শহরে এসেছিল, তা শনাক্ত করে দেয় ওই অত্যাধুনিক ক্যামেরাই। বিদ্যাসগার সেতু এবং কসবা এলাকায় গাড়িটিকে শনাক্ত করে পুলিশের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিল ‘যান্ত্রিক চোখ’ এএনপিআর।

    তবে এখনও পর্যন্ত সব জায়গায় সেই ‘চোখ’ খোলা নেই। যে সব জায়গায় এএনপিআর ক্যামেরা নেই, এ বার সেখানে যত দ্রুত সম্ভব ওই ক্যামেরা লাগাতে চাইছে কলকাতা পুলিশ।

    পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)–এ আধুনিক ডেটা সেন্টার তৈরি করেছে লালবাজার। ক্যামেরার ফুটেজ সরাসরি সেখানেও সংরক্ষণ করা সম্ভব হবে। তদন্তের প্রয়োজনে অনেক বেশি দিন ধরে সেখানে ফুটেজ বা ডেটা সংরক্ষণও করা যাবে।

    সিসিটিভি ক্যামেরায় শুধুমাত্র সিগন্যালে যখন গাড়ি দাঁড়িয়ে পড়ে, তখনই স্পষ্ট ভাবে গাড়ির নম্বর প্লেটের ছবি ধরা পড়ে। দ্রুত গতিতে চলন্ত অবস্থায় নম্বর প্লেট ডিটেক্ট করতে পারে না সিসিটিভি।

    সে দিক থেকে গাড়ির গতিবিধিতে নজরদারি করতে এএনপিআর ক্যামেরাই সব থেকে আধুনিক যন্ত্র। পুলিশ সূত্রে খবর, ওই ক্যামেরায় এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) এবং এইচএলসি (হাই লাইট কমপেনসেশন)–এর মতো প্রযুক্তি রয়েছে।

    তার ফলে যানবাহনের গতি যতই হোক না কেন, সেই গাড়ির নম্বর প্লেট রিয়েল-টাইমে শনাক্ত করার পরে তা ডিজিটাল ফর্মে রূপান্তরও করতে সক্ষম হয় এই ক্যামেরা।

    প্রযুক্তির মাধ্যমে শনাক্তকরণ করে রেকর্ডিংয়ো করতে পারে এই ক্যামেরা। এমনকী বেশি সময়ের ভিডিয়ো অথবা স্টিল ছবি পাঠানোর বদলে নিজে থেকেই ওই ডিজিটাল নথিকে কমপ্যাক্ট ডিজিটাল ডেটায় পরিবর্তন করে পাঠাতে পারে।

    পুলিশের একাংশের মত, সার্ভারে ডেটা সংরক্ষণের জায়গা যত কম লাগবে ততই ভালো। ওই ক্যামেরায় উন্নত অপটিক্স, ইন্টিগ্রেটেড লাইট সোর্স এবং যে কোনও আবহাওয়ায় কাজ করার মতো ক্ষমতা রয়েছে।

    সংযুক্ত রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তার ফলে ভিড়ের মধ্যে কোনও নম্বর প্লেটের গাড়ি ‘লুকিয়ে’ থাকলেও তা খুঁজে বের করতে পারে এএনপিআর ক্যামেরা।

    বৃহস্পতিবার লালবাজারের এক কর্তা বলেন, ‘নিরাপত্তা এবং ট্র্যাফিক ব্যবস্থা আরও উন্নত করতে এই ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে। তবে নিরাপত্তার কারণেই কোথায় কোথায় সেই ক্যামেরা ইনস্টল করা হচ্ছে, তা জানানো যাবে না।’

  • Link to this news (এই সময়)