রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, আজও দিনভর চলবে দুর্যোগ
আজ তক | ২৫ জুলাই ২০২৫
ফিরেছে নিম্নচাপ। ফিরেছে নাগাড়ে বৃষ্টিপাতও। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলাগুলিতে শুক্রবার দিনভর চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উত্তরবঙ্গে যদিও এদিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি চলছে শহরে। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জল জমেছে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে। পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, বিবেকানন্দ রোডের মতো এলাকা জল থইথই। অন্যদিকে, কাঁকুড়গাছি, উল্টোডাঙা এবং সল্টলেকেরও বহু অংশে জল দাঁড়িয়ে গিয়েছে। জল জমেছে বেহালা, শিলপাড়া, সখেরবাজার এলাকাতেও। সপ্তাহের শেষ কর্মব্যস্ত দিনে অফিস যাত্রীদের প্রবল ভোগান্তির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের প্রভাবে দিনভর নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?
বৃহস্পতিবারই আরও ঘণীভূত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি। এর জেরে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। সোমবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে একাধিক নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সমুদ্রও উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।