• নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার যুবক
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুবক। ধৃতের নাম আসরাফ ফকির। তার বাড়ি কুলতলি থানা এলাকায়। আজই অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় ইতিমধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিস ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বকুলতলা থানা এলাকার বাসিন্দা। তার সঙ্গে ফোনে আলাপ হয়েছিল নির্যাতিতার। অভিযুক্ত বিবাহিত ও এমনকী সন্তানও আছে। কিন্তু তা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার নাবালিকাকে সে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। ঘটনায় বকুলতলা থানা এলাকায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের।  অবশেষে কুলতলি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)