নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির পর শুক্রবারেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।গত ২৪ ঘণ্টায় শহরে ০৬৭.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা শহরবাসীকে গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও বেশ কিছু এলাকায় জলজমার ঘটনাও সামনে এসেছে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। গতকাল, শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে শহরে ভারী থেকে হালকা বৃষ্টি চলতেই পারে।