• মন্দারমণি থেকে ‘কিডন্যাপ’ পরিচালক, উদ্ধার খড়্গপুরে
    এই সময় | ২৫ জুলাই ২০২৫
  • মিউজিক ভিডিয়োর শুটিং চলছিল মন্দারমণির কাছে লাল কাঁকড়ার বিচে। আশেপাশের লোকজন শুটিং দেখতে ব্যস্ত। সবে সন্ধ্যা নামছে। প্রাইভেট গাড়িতে চেপে সমুদ্র সৈকতে হাজির হয় চার দুষ্কৃতী। তারা পরিচালকের মাথায় বন্দুক ঠেকিয়ে ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে অভিযোগ। অপহৃত পরিচালকের নাম শ্রীকান্ত জার (প্রিন্স)। ঘটনায় চাঞ্চল্য পড়েছিল সৈকত শহরে। অবশেষে শুক্রবার খড়্গপুর থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়িটিকে আটক করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    সূত্রের খবর, তিন দিন আগে কলকাতা থেকে মিউজিক অ্যালবাম শুট করতে জন্য একটি ১৬ জনের টিম মন্দারমণিতে এসেছিলেন। বৃহস্পতিবার তাঁদের ফেরার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হঠাৎ সকলের চোখের সামনে ‘অপহরণ’ হয়। হতচকিত হয়ে যান সকলেই।

    ঘটনার প্রতক্ষ্যদর্শী শংঙ্কর মণ্ডল জানান, বৃহস্পতিবার বিকেল থেকে কয়েকজন সৈকতে একটি দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একজনকে টানতে টানতে গাড়িতে তুলে নেওয়া হয়। দুষ্কৃতীদের হাতে বন্দুক ছিল। ভয়ে কেউ কাছে যেতে পারেনি। গাড়িটি এর পর কাঁথির দিকে চলে যায়৷

    শুটিং ইউনিটের তরফে মন্দারমণি থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ধরনের ঘটনা আগে কোনওদিন ঘটেনি। সকলেই আতঙ্কে রয়েছেন। পর্যটকদের মধ্যেও ভীতির সঞ্চার হয়েছে।

    কাঁথি মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দু কুমার বলেন, ‘আমরা ওঁকে কয়েকঘণ্টার মধ্যেই খড়্গপুর থেকে উদ্ধার করেছি। গাড়িটিকেও আটক করা হয়েছে। যতদূর জানা গিয়েছে, টাকাপয়সা সংক্রান্ত গোলমালের জন্য এই ঘটনা। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’

  • Link to this news (এই সময়)