• ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ, ছাত্রীদের HPV টিকা দেবে রাজ্য সরকার
    এই সময় | ২৫ জুলাই ২০২৫
  • এই সময়: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ করছে রাজ্য। এ বার স্কুলপড়ুয়া কিশোরীদের নিখরচায় এইচপিভি টিকা দেওয়া হবে বলে ঠিক হয়েছে। শিক্ষা দপ্তরের মাধ্যমে চলবে এই টিকাকরণ কর্মসূচি।

    রাজ্য পরিবারকল্যাণ দপ্তরের এক কর্তা জানিয়েছেন, এইচপিভি টিকাকরণ চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এই কর্মসূচি চালুর জন্যে স্কুল-স্তরে পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি, কেন এই টিকা নেওয়া জরুরি, সে বিষয়ে অভিভাবকদেরও সচেতন করা হবে।

    স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, দেশে মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যান্সার হলো জরায়ুমুখের ক্যা‍ন্সার বা সার্ভাইক্যাল ক্যা‍ন্সার। গত বছর দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ২৪ হাজার মহিলা।

    যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে অনেকেরই। এই ক্যান্সারের মূল কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ। রোগ প্রতিরোধে টিকা নেওয়া ভীষণ জরুরি বলে মত চিকিৎসকদের।

    ৯ থেকে ১৪ বছর বয়সিদের টিকার দু’টি ডোজ়ই যথেষ্ট। ১৪ বছরের উপরে যাদের বয়স, তাদের তিনটি ডোজ় দিতে হয়।

  • Link to this news (এই সময়)