এই সময়, হিন্দমোটর: এশিয়ার প্রথম মোটর গাড়ি তৈরির কারখানার জমি দখলে নেওয়ার বোর্ড লাগিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের তরফে স্টেশন লাগোয়া হুগলির হিন্দমোটর কারখানা গেটে ওই বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
সপ্তাহ দুয়েক আগেই বন্ধ হিন্দুস্তান মোটর কারখানার এই ৪০ একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। এ বার অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক–সহ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে অধিগৃহীত জমিতে রাজ্য সরকারের অধিগ্রহণের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো।
২০১৪-য় বন্ধ হয়েছিল হিন্দুস্তান মোটর্স কারখানা। ইতিমধ্যেই কারখানার সমস্ত যন্ত্রপাতি এবং শেড বিক্রি হয়ে গিয়েছে। রাজ্য সরকার ৪০ একর জমি টিটাগড় ওয়াগন কারখানাকে দিয়েছে।
যেখানে আগামী দিন তৈরি হবে মেট্রো রেলের কোচ ও ইএমইউ এসি কোচ। বাকি অধিকৃত জমিতে ও নতুন করে শিল্প সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষিত শিল্পনীতির প্রথম ধাপ টিটাগড় ওয়াগনের সম্প্রসারণের ফলে হিন্দমোটরে নতুন শিল্প নিয়ে বিশ্বকর্মা পুজোর মুখে শ্রমিকদের উৎসাহ তুঙ্গে উঠেছে।