• হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সানশেড, বর্ধমানে গৃহবধূর মৃত্যু, জেসিবি এনে উদ্ধার দেহ
    এই সময় | ২৫ জুলাই ২০২৫
  • ঘরের উঠোনে দরজার উপরে ছিল বহু বছরের পুরোনো সানশেড। বৃহস্পতিবার রাতে বৃষ্টি চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। সানশেডের তলায় চাপা পড়ে মৃত্যু গৃহবধূর। মর্মান্তিক ঘটনা বর্ধমানের শক্তিগড় এলাকায়। মৃত মহিলার নাম অনিমা বিশ্বাস (৫৮)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

    শক্তিগড় থানার বড়শুলের বামুনপুকুর এলাকার বাসিন্দা অনিমা বিশ্বাস। বৃহস্পতিবার নিজের ঘরেই কাজে ব্যস্ত ছিলেন তিনি। পরিবারের দাবি, এক বালতি জল নিয়ে ঘরে ঢোকার সময়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দরজার উপরে থাকা সানশেডটি। চাপা পড়ে যান অনিমা। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

    মৃতার ছেলে প্রণয় বিশ্বাস জানান, সানশেডটি এতটাই ভারী ছিল যে কয়েকজন মিলে ধরেও সরানো যায়নি। মা সানশেডের নীচেই চাপা পড়েছিলেন। পরিবারের তরফে থানায় খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে একটি জেসিবি নিয়ে আসা হয়। এর পরেই সানশেডের নীচ থেকেই উদ্ধার করা হয় অনিমা বিশ্বাসকে। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    মৃতার ছেলে বলেন, ‘উনি বাড়ির বাইরে কল থেকে জল আনতে গিয়েছিলেন। জল নিয়ে বারান্দায় ওঠার সময়েই সানশেডটি ভেঙে পড়ে। সানশেডটি অনেকদিন আগের। সেই কারণেই হয়তো ভেঙে পড়েছে।’ শক্তিগড় থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণেই ওঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

  • Link to this news (এই সময়)