বৃষ্টি হতেই কৃষকদের মুখে হাসি চওড়া, ধান-পাট নিয়ে ব্যস্ত চাষিরা
বর্তমান | ২৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহর কলকাতায় ভারী বৃষ্টির জেরে জলযন্ত্রণা অব্যাহত। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হতেই হাসি ফুটেছে কৃষকদের মুখে। গতকাল রাতে জলপাইগুড়িতে বৃষ্টি হতেই খুশি কৃষকেরা।সকাল থেকেই চাষের জমিতে শুরু হয়েছে ধান রোয়ার ব্যস্ততা। চাষিদের বক্তব্য, বৃষ্টির অভাবে এমনিতেই চাষের কাজে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখনও প্রচুর জমিতে ধান রোয়া হয়নি। তাই আর এক মুহুর্তও দেরি করতে নারাজ কৃষকরা। দ্রুত ধানের চারা বুনতে চাষের কাজে হাত লাগিয়েছেন বাড়ির মহিলারাও।ধান রোয়ার কাজে ব্যস্ততার পাশাপাশি বৃষ্টি হওয়ায় হাসি ফুটেছে পাট চাষিদের মুখে। জোরকদমে চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ। জলপাইগুড়ির বারোপাটিয়ার দেউনিয়া পাড়ায় আজ সকালে দেখা গেল, পাটের আঁশ ছাড়াতে পুকুরপাড়ে মহিলাদের কার্যত মেলা বসে গিয়েছে।
Link to this news (বর্তমান)