• দ্বারকা নদ থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: ২৪ ঘণ্টা পর উদ্ধার হল দ্বারকা নদে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ। শুক্রবার বেলা বারোটা নাগাদ নিখোঁজস্থল থেকে প্রায় ৭০০ মিটার দূরে ওই ছাত্রের দেহ ভেসে ওঠে। এরপর উদ্ধারকারী দলের পক্ষ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে দ্বারকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়  মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদল গ্রামের দশম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ। তখন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও খোঁজ মেলেনি। এরপর অবশেষে শুক্রবার ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়।
  • Link to this news (বর্তমান)