নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার বদলি করা হল দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে। জানা গিয়েছে, কে আর চৌধুরীর পরিবর্তে খড়্গপুরের ডিআরএম হচ্ছেন ললিতমোহন পাণ্ডে। এই বদলির নির্দেশিকা আসার পরেই বেশ জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেতাদের দাবি, প্রাক্তন ডিআরএমের নেতৃত্বেই উচ্ছেদ অভিযান শুরু হয়। এরফলে সমস্যায় পড়েছিলেন বিস্তীর্ণ এলাকার মানুষ। এই ঘটনার প্রতিবাদে ঘাস-ফুল শিবিরের লাগাতার আন্দোলনের ফলেই ডিআরএমকে সরতে হল। পাশাপাশি প্রাক্তন ডিআরএমের সময় ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। যদিও রেলের দাবি , এটি সম্পূর্ণ রুটিন বদলি। প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন, নতুন ডিআরএমকে স্বাগত জানাচ্ছি। রেলের জনবিরোধী নীতির জন্য সমস্যা করতে হচ্ছিল সাধারণ মানুষকে। যার দায় প্রাক্তন ডিআরএমের উপর বর্তায়। তবে আশা করব নতুন ডিআরএম সহযোগিতা করবেন।