• রাতভর বৃষ্টিতে জলমগ্ন উল্টোডাঙা, ফিরল এক যুগ আগের জলস্মৃতি
    বর্তমান | ২৫ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৭-২০০৮ সালের স্মৃতি ফিরল উল্টোডাঙা অঞ্চলে। বৃহস্পতিবার রাত থেকে ৮ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিতে কার্যত জলের তলায় উল্টোডাঙা স্টেশন সংলগ্ন এলাকা। গত ১৫ বছরে এই অঞ্চলে এমনভাবে জল দাঁড়ায়নি বলে জানাচ্ছেন স্থানীয় দোকানদারেরা।তার উপর গত তিন মাস ধরে পাম্পিং স্টেশন বন্ধ হয়ে রয়েছে। কলকাতা পুরসভার দাবি, পাম্পের কুয়ো থেকে পলি তোলা সহ কিছু সংস্কারের কাজ হচ্ছে। সেই কারণে এই অবস্থা। চরম ভোগান্তি গোটা উল্টোডাঙা, হাডকো মুচিবাজার সহ বিস্তীর্ণ অঞ্চলে।পুরসভার দাবি, উল্টোডাঙা পাম্পিং স্টেশন বন্ধ থাকার কারণে একটি বাইপাস লাইন করে ধাপা পাম্পিং স্টেশনে এই জল নিয়ে ফেলা হচ্ছে। তবে সেটা সময় সাপেক্ষ। জল নামতে তাই সময় লাগছে। তবে, আপাতত সংস্কারের কাজ আজকের দিনের জন্য বন্ধ রেখে ঘন্টাখানেকের মধ্যেও উল্টোডাঙা পাম্পিং স্টেশন চালিয়ে দেওয়া হবে, যাতে জমা জল দ্রুত নেমে যায়।
  • Link to this news (বর্তমান)