• মহিলা যাত্রীর উপর হামলার অভিযোগে গ্রেপ্তার অ্যাপ ক্যাব চালক
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জুলাই ২০২৫
  • ভাড়া নিয়ে বচসা চরমে পৌঁছে রূপ নিল হিংসাত্মক হামলায়। অ্যাপে নির্ধারিত ভাড়ার বেশি টাকা দিতে অস্বীকার করায় এক মহিলা যাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। সল্টলেকের ডিএফ ব্লকে এই ঘটনার জেরে অভিযুক্ত চালক শাহবাজ আলিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম শর্মিষ্ঠা ঘোষ। তিনি বাগুইআটি থেকে অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করেন এবং পৌঁছন সল্টলেকের ডিএফ ব্লকে। গন্তব্যে পৌঁছনোর পর চালক অতিরিক্ত ভাড়া দাবি করতে শুরু করেন। কিন্তু শর্মিষ্ঠাদেবী অ্যাপে যা ভাড়া দেখানো হয়েছিল, তা-ই দিতে চান। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

    মহিলার অভিযোগ, তর্ক চলাকালীন আচমকাই চালক তাঁর পেটে লাথি মারেন এবং হাত মুচড়ে দেন। আতঙ্কিত অবস্থায় তিনি তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। শর্মিষ্ঠা ঘোষ বর্তমানে চিকিৎসাধীন, তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

    শাহবাজ আলি দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাঁর ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। ভারতীয় ন্যায় সংহিতা-র ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। এদিকে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলা যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অ্যাপ ক্যাব পরিষেবা ঘিরে। বিষয়টি নিয়ে অ্যাপ সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)