রেজাল্ট আটকে হেনস্তা! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে থানায় অধ্যাপকপুত্র
প্রতিদিন | ২৫ জুলাই ২০২৫
বাবুল হক, মালদহ: পরীক্ষার রেজাল্ট আটকে পড়ুয়াকে হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা সমূহের নিয়ামকের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্তার বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এমএ বাংলা ফাইনাল ইয়ারের ছাত্র অম্লান বন্দ্যোপাধ্যায়। এই ছাত্রের বাবা অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। এছাড়াও অচিন্ত্যবাবু তৃণমূলের সংগঠন ওয়েবকুপার জেলার সাধারণ সম্পাদক। তাঁর ছেলেরই এমএ ফাইনাল সেমেস্টারের রেজাল্ট আটকে দিয়ে মানসিক নির্যাতন চালানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। যদিও এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত নিয়ামক।
ওই ছাত্রের পরিবার সূত্রে জানানো হয়েছে, অম্লান ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার আতঙ্কে মাথা ঘুরে পড়ে যান। তারপর থেকেই জ্বর। অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। তাঁর বাবা অধ্যাপক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা শ্রেণি দুর্নীতির র?্যাকেট চালাচ্ছে। ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকী পানীয় জলটুকুও পাচ্ছেন না। বিশেষভাবে সক্ষমদের সিঁড়ি ভেঙে তিনতলা, চারতলায় উঠতে হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আর ছাত্রছাত্রীদের দুর্ভোগ নিয়ে তিনি কয়েকবার প্রতিবার করেন। এজন্যই তাঁর ছেলেকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ অচিন্ত্যবাবুর।
তিনি জানান, তিনি যে বাংলা বিভাগের অধ্যাপক এবং ছেলেও বাংলায় এমএ পড়ছেন, এই বিষয়টি তিনি আগেই চিঠি দিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। পরীক্ষা বিষয়ে সব কিছু থেকেই বিরত থাকবেন বলেও তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।। কিন্তু কোনও কারণ না দেখিয়েই তাঁর ছেলের রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। বাবা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় খেসারত দিতে হচ্ছে ছেলেকে? এমন প্রশ্নের সদুত্তর মেলেনি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার ওই ছাত্রের বাবা অধ্যাপক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সরব হয়েছেন। কিন্তু ছাত্রটির রেজাল্ট কেন আটকানো হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিযুক্ত পরীক্ষা সমূহের নিয়ামক।