• অবশেষে হাতে এল NRC নোটিস, ‘সত্যতা জানতে হবে’, চ্যালেঞ্জ ফালাকাটার অঞ্জলি শীলের
    প্রতিদিন | ২৫ জুলাই ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: বিতর্ক, প্রতিবাদের মাঝে অবশেষে এনআরসি নোটিস হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে নোটিসটি পৌঁছয়। তবে তা হাতে পেয়ে ভয় নয়, সন্দেহপ্রকাশ করলেন অঞ্জলি। তাঁর কথায়, ”নোটিসটা আসল কি না, তার প্রমাণ আগে পাই, তারপর যা করার করব।” ভয় পাচ্ছেন কি? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ”ভয় পাওয়ার কিছু নেই। যেখান থেকে এসেছে নোটিসটা, সেখানে আগে গিয়ে দেখি নোটিসটা আসল কি না।” অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অঞ্জলি।

    চলতি মাসের প্রথম দিকে কোচবিহারের উত্তমকুমার ব্রজবাসী এনআরসি নোটিস পেয়েছিলেন। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বাংলার দীর্ঘদিনের বাসিন্দার নাগরিকত্বের প্রমাণ চেয়ে কেন অসম থেকে নোটিস পাঠানো হল? এই প্রশ্ন তুলে রাজ্যের শাসকদল তৃণমূল বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে। ইতিমধ্যে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে সেই উত্তমকুমার ব্রজবাসীকে সঙ্গে নিয়েই মমতার বার্তা ছিল, দরকারে প্রতিবাদ জানাতে সকলে অসম যাবেন।

    এরপর উত্তরবঙ্গেরই আরেক বাসিন্দা, ফালাকাটার অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিস পাঠানো হয়। তাতে উল্লেখ, তাঁকে ১৯ আগস্ট সেখানে গিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যদিও নোটিসটি প্রথমে এসেছিল কোচবিহার পুলিশ সুপারের অফিসে। অবশেষে শুক্রবার ফালাকাটা থানার পুলিশের তরফেই অঞ্জলিদেবীর ঠিকানায় তা পৌঁছে দেওয়া হয়। আর তা দেখে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি শীল। তাঁর স্পষ্ট বক্তব্য, ”যেখান থেকে নোটিস এসেছে, সেখানে গিয়ে দেখি যে এটা সত্যি কিনা। তারপর এ বিষয়ে যা করার করব। এখনই কিছু বলতে পারছি না।” কিন্তু নোটিসে তো তাঁর নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। তাতে কি আতঙ্কিত অঞ্জলিদেবী? অকুতোভয় মহিলা বলেছেন, ”ভয়ের কিছু নেই এখন।”

    অঞ্জলি শীলের জন্ম অসমে। তাঁর স্বামীর জন্মও সেখানে। তবে তাঁরা অনেকদিন আগেই চলে এসেছেন উত্তরবঙ্গে। ফালাকাটাই এখন তাঁদের স্থায়ী ঠিকানা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠল, তাহলে কেন তাঁকে নোটিস দিল অসম ফরেন ট্রাইব্যুনাল?তবে তার মোকাবিলা করতেও যে প্রস্তুত, তা তো সাফ জানিয়েই দিলেন অঞ্জলি শীল। এদিকে, এই ইস্যুতে অঞ্জলিকে আইনি সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল এবং কংগ্রেস নেতৃত্ব।
  • Link to this news (প্রতিদিন)