• রাতভর লাগাতার বৃষ্টির জেরে শহরে ভাঙল দু’টি বাড়ির একাংশ, পড়ল গাছ, তৎপর প্রশাসন
    প্রতিদিন | ২৫ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর লাগাতার বৃষ্টি শহর কলকাতায়। তার জেরে খাস কলকাতায় ভাঙল দু’টি বাড়ির একাংশ। একটি গিরিশ পার্ক ও অন্যটি বউবাজার এলাকায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।

    অন্যদিকে, বৃষ্টিতে ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি গাছ উপড়ে পড়ে। তবে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। কোনও যানজট হয়নি। অন্যদিকে, বৃষ্টিতে একাধিক এলাকায় জল জমেছে। তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে পুরসভা। কিছু জায়গায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে।

    শুক্রবার সকালে, বউবাজারের একটি পুরনো বাড়ির কিছু অংশ বৃষ্টির জেরে ভেঙে পড়ে। ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর গিয়ে পড়ে। তাতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারও কোনও আঘাত লাগেনি।

    অন্যদিকে, গিরিশ পার্কে আগে থেকেই বিপজ্জনক ঘোষণা করা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এলাকায়। কেউ আহত হয়নি। পুলিশ জায়গাগুলি ঘিরে রেখেছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে, রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক রাস্তায়। তবে প্রশাসনের তরফে পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যেই জল নেমেছে।
  • Link to this news (প্রতিদিন)