• নিম্নচাপে পরিণত চিনা ঘূর্ণিঝড় ‘উইফা’, রাতভর ভিজল কলকাতা, সপ্তাহান্তেও ভারী বৃষ্টির পূর্বাভাস
    প্রতিদিন | ২৫ জুলাই ২০২৫
  • নিরুফা খাতুন: সাতসকালে ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। আগামী সপ্তাহেও এই দুর্যোগ চলবেই। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। নেপথ্যে ঘূর্ণিঝড় উইফা। বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলায়।

    বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপ পরিণত হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা টাইফুন উইফার রামিনেন্টের সঙ্গে মিলে নিম্নচাপে পরিণত হয়েছে। সম্মিলিত সিস্টেমটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্র-শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। যার জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শুক্রবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে।

    এদিকে নিম্নচাপের জেরে শুক্রবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি।রাতভর কলকাতায় বৃষ্টির জন্য শহরে জমলেও পুরসভা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিংও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
  • Link to this news (প্রতিদিন)