ভবঘুরে এবং ফুটপাতবাসীদের সরাতে পদক্ষেপ, ফের অভিযানে নামছে কলকাতা পুরসভা
হিন্দুস্তান টাইমস | ২৫ জুলাই ২০২৫
কলকাতার রাস্তা থেকে ভবঘুরে এবং ফুটপাতবাসীদের সরাতে ফের অভিযানে নামতে চলেছে কলকাতা পুরসভা। পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হবে। অগস্ট জুড়ে ধারাবাহিকভাবে অভিযান চালানোর জন্য সময়সূচিও তৈরি হয়ে গিয়েছে। ১০ দিন অন্তর এই অভিযান চলবে বলে খবর।
পুরসভা সূত্রে খবর, ৩, ১৩ এবং ২৩ অগস্ট এই তিনটি দিনে পুরো শহরজুড়ে অভিযান চালানো হবে। অভিযান হবে ১০ দিন অন্তর অন্তর। অভিযানের লক্ষ্য শুধুই ফুটপাত পরিষ্কার নয়, বরং যাত্রী প্রতীক্ষালয়, ব্রিজের তলা বা গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যাঁরা স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, তাঁদের সরিয়ে নাইট শেল্টারে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারকে এই বিষয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে পুরসভার তরফে। পুরসভা জানিয়েছে, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার অভিযান চালানো হবে আরও সংগঠিতভাবে।
এর আগে মল্লিকবাজার, গড়িয়াহাট, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, হাজরা মোড়ের মতো এলাকায় অভিযান চালানো হয়েছিল। সেখানে সাময়িকভাবে কিছু এলাকা খালি করা সম্ভব হলেও, অনেকেই নাইট শেল্টারে যেতে অস্বীকার করেছিলেন। কারও কারও সঙ্গে পুরকর্মী ও পুলিশের বচসাও হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার রাস্তাঘাট খালি করার পাশাপাশি পুলিশি নজরদারি জোরদার করা হবে বলেই স্থির হয়েছে। উল্লেখ্য, শহরের গুরুত্বপূর্ণ অংশগুলিতে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, ভবঘুরে ও ভিক্ষুকরা পলিথিনের ছাউনি দিয়ে সংসার পেতেছেন। রান্নাবান্না, বাসস্থান, এমনকি কিছু কিছু জায়গায় অসামাজিক কাজকর্মেরও অভিযোগ উঠেছে। বহু যাত্রী প্রতীক্ষালয় কার্যত ব্যবহারই করতে পারছেন না যাত্রী সাধারণ।
এদিকে, পুরসভার এক শীর্ষকর্তা জানিয়েছেন, ভবঘুরেদের সরিয়ে শুধু রাস্তা পরিষ্কার করলেই হবে না, বরং তাঁদের যাতে পুনরায় একই জায়গায় বসতে না দেওয়া হয় সেদিকে নজর রাখা হবে এবার। নতুন করে কেউ যাতে ফুটপাতে ঘর বাঁধতে না পারেন, তার জন্য প্রতিটি এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।