কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে উবে গিয়েছে একাধিক জন্তু। এমনটাই অভিযোগ উঠেছে। রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারও এনিয়ে সরব হয়েছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যেই এনিয়ে জনস্বার্থ মামলা করেছে কলকাতা হাইকোর্টে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এটা গণনার ভুল।
মামলাকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ সালেও ৬৭২টি প্রাণী ছিল। তবে ২০২৪-২৫ সালে তা হয়ে গিয়েছে ৩৫১টি। ৩০ বছর ধরেই নাকি এই উবে যাওয়ার ঘটনা চলছে বলে দাবি ওই স্বেচ্ছাসেবী সংস্থার।
এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,সেন্ট্রাল জু অথরিটি তিন সদস্যের টিম পাঠিয়েছে কলকাতা। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। এই চিড়িয়াখানাতে প্রাণীদের সংখ্যা একাধিক গরমিল মিলেছে বলে অভিযোগ। কীভাবে উধাও হয়ে গেল এই প্রাণীরা তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে এই চিড়িয়াখানা থেকে যে সমস্ত প্রাণীদের অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে সেই সংখ্য়াও মিলিয়ে দেখা হবে। তবে কেবলমাত্র চলতি আর্থিক বছরে বা তার আগের বছরে নয়, অতীতে যে সমস্ত পশুদের অন্য় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে তার হিসেব মিলিয়ে দেখা হবে।