• 'ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?' সরাসরি প্রশ্ন মমতার
    হিন্দুস্তান টাইমস | ২৫ জুলাই ২০২৫
  • ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট প্রশ্ন, ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?

    তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাংলাভাষী বাসিন্দাদের গুরগাঁও, হরিয়ানাতে অত্যাচার করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, এমন খবরের সংখ্য়া বাড়ছে। রাজ্যের পুলিশ হরিয়ানার পুলিশের কাছ থেকে এনিয়ে রিপোর্ট পেয়েছে তাদের পরিচয় জানার নাম করে।

    অবৈধ পুশব্যাকের খবরও বাড়ছে রাজস্থান সহ অন্য রাজ্য থেকে, তাদের বাংলার নাগরিক হিসাবে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে তাদের সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের আধিকারিকরা তাঁদের সেই যথাযথ নথির কপি পেয়েছেন।

    ওই রাজ্যগুলিতে গরিব বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার আর অত্যাচার চলছে।

    বাঙালিদের উপর দেশের অন্য রাজ্যে থাকা ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই ধরনের ভয়াবহ অত্যাচারের কথা শুনে আমি অত্যন্ত মর্মাহত। আপনারা কি প্রমাণ করতে চাইছেন? এটা ভয়াবহ। আমরা এটা সহ্য করব না। এই ধরনের ভাষা সন্ত্রাস বন্ধ করুন। সেই সঙ্গেই তিনি লিখেছেন, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না? '

    তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই ভাষা আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে। প্রসঙ্গত বাংলাদেশি সন্দেহে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের আটকে রাখা, হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)