রাজ্যের উপর রয়েছে গভীর নিম্নচাপ। উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপর গভীর নিম্নচাপ রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। নিম্নচাপের সঙ্গেই মৌসুমী বায়ুর প্রভাবও রয়েছে। এর জন্য আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
২৫ জুলাই, শুক্রবার ঝাড়গ্রাম, বাকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর ও আরও কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৬ জুলাই, শনিবারও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুলি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৭ জুলাই, রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২৫-২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।