• ভিন রাজ্যে বাংলাভাষীরা সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন? ফোন নম্বর দিল রাজ্য পুলিশ
    এই সময় | ২৫ জুলাই ২০২৫
  • বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ আসছে বিভিন্ন রাজ্য থেকে। ওডিশা থেকে মহারাষ্ট্র, আসাম থেকে দিল্লি, একাধিক জায়গায় বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার নামে বাংলার বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি করছে রাজ্যের শাসকদল। এর মাঝেই ভিন রাজ্যে অসুবিধায় পড়লে বাংলার নাগরিকদের যোগাযোগের জন্য হেলপলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ।

    রাজ্য পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কী ভাবে জানাবেন, সেই বিষয়ে অনেকেরই কোনও স্পষ্ট ধারণা নেই। যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন — সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন।

    এর বাইরেও একটি নম্বর শেয়ার করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য হেল্পলাইন নম্বর হলো — 9147727666 । পুলিশ জানিয়েছে, এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এই নম্বরে দিতে পারবেন। নিজের নাম, ঠিকানা-সহ হোয়াটসঅ্যাপ করা যাবে। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

    শুক্রবারই মালদার এক যুবককে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার অভিযোগ উঠে এসেছে। আমির শেখ মালদা জেলার কালিয়াচক থানার বাসিন্দা। রাজস্থানে কর্মসূত্রে গিয়েছিলেন তিনি। পাশাপাশি হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খোলানোর অভিযোগ করা হয় পুলিশের বিরুদ্ধে। প্রতিদিনই এরকম একাধিক অভিযোগ তুলে ধরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

  • Link to this news (এই সময়)