• ১০০ দিনের কাজ নিয়ে সংসদে কেন্দ্রের দেওয়া তালিকায় নাম নেই বাংলার, সরব তৃণমূল
    এই সময় | ২৬ জুলাই ২০২৫
  • ১০০ দিনের কাজের (MGNREGA) জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র, প্রায় তিন বছর ধরে এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল নেতারা। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা বকেয়া রাখার অভিযোগ তুলে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েনের মধ্যেই বাদল অধিবেশনে রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন করেছিলেন। তার জবাবে কেন্দ্র রাজ্যভিত্তিক যে তালিকা দিয়েছিল, তাতে নাম নেই পশ্চিমবঙ্গের। এই নিয়ে নতুন করে ফুঁসে উঠেছে তৃণমূল। ইতিহাস থেকে বাংলাকে মুছে দিতে চাইছে কেন্দ্র, এই অভিযোগে সরব রাজ্যের শাসকদল। 

    তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন নিজের প্রশ্নে ১০০ দিনের কাজের ২০২২ সাল থেকে মজুরি, মেটিরিয়াল (উপকরণ) এবং অ্যাডমিন কম্পোনেন্টের বিস্তারিত বিবরণ জানতে চেয়েছিলেন রাজ্য এবং অর্থবর্ষের ভিত্তিতে। তাঁর আরও প্রশ্ন ছিল, MGNREGA প্রকল্পে কি পারিশ্রমিক (ওয়েজ) বাড়ানোর বিষয়ে কেন্দ্র সরকার চিন্তাভাবনা করছে? 

    এর জবাবে কেন্দ্র জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ১০০ দিনের কাজের জন্য ১৪ কোটি ৮০ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছিল। প্রতিবার পিছু কর্মদিবস তৈরি হয়েছিল ৫২.০৮টি এবং সেই বছরে কাজ করেছিলেন ৮ কোটি ৩৪ লক্ষ মানুষ। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৫ কোটি ৯৯ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত হয়। প্রতিবার পিছু কর্মদিবস তৈরি হয়েছিল ৫০.২৩টি এবং কাজ করেছে ৭ কোটি ৮৮ লক্ষ মানুষ। 

     ১০০ দিনের কাজ নিয়ে করা প্রশ্নের জবাবে ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নামের তালিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি অর্থবর্ষের ২১ জুলাই পর্যন্ত এই প্রকল্পে ৪৪,৪৭৯.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যগুলিকে এবং কোনও অর্থ বকেয়া নেই। কিন্তু কেন্দ্রের এই রিপোর্টে আলাদা করে বাংলার উল্লেখ নেই। আর এরই প্রেক্ষিতে সরব তৃণমূল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়, ‘মজুরি এবং নির্মাণসামগ্রীতে বকেয়া নিয়ে প্রশ্ন করা হলে দেখা গেল, মোদী সরকার তালিকা থেকে পশ্চিমবঙ্গের নামই বাদ দিয়ে দিয়েছে।’

    সেই পোস্টকে কেন্দ্রকে তোপ দেগে আরও বলা হয়েছে, ‘তোমরা আমাদের টাকা আটকে রাখ। আমাদের রাজ্যের মানুষকে গ্রেপ্তার করে তাড়িয়ে দাও। এ বার কী ইতিহাস থেকে বাংলাকে মুছে দিতে চাইছ? তোমরা দিল্লি চালাও। কিন্তু ভারত তোমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়, আর বাংলা তো নয়ই।’ উল্লেখ্য, তৃণমূলের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যের প্রায় ৭০০ কোটি টাকা আটকে রেখেছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে আর্থিক ভাবে বঞ্চনা করার অভিযোগ তুলেছিলেন। এ দিকে সম্প্রতি কলকাতা হাই কোর্ট একটি নির্দেশে জানিয়েছে, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে।

  • Link to this news (এই সময়)