• ভারী বৃষ্টির জেরে দুর্যোগের আশঙ্কা, ভার্চুয়ালি জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব, দিলেন একগুচ্ছ নির্দেশিকা
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের গেরোতে চলতি বর্ষায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টির জেরে এমনিতেই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল বেড়েছে। তার উপরে ডিভিসির ছাড়া জলের জন্য বাংলার একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মাঝেই ফের নিম্নচাপের জেরে ভারী বর্ষণ হচ্ছে দক্ষিণবঙ্গে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাই সতর্ক নবান্ন। বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কী কী করতে হবে সেই বিষয় নিয়েই আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই একগুচ্ছ নির্দেশ দেন তিনি।উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করে ধীরে ধীরে ঝা‌ড়খণ্ডের দিকে এগোচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সেই নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে ফের ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে। এতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেই জেলার জেলাশাসকদের আগাম সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। এদিন মুখ্যসচিব জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই দুর্যোগে কেউ প্রাণ হারালে, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত দিতে হবে। সেক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। সঙ্গে মুখ্যসচিব আরও নির্দেশ দেন, নদী বাঁধগুলির দিকে লক্ষ্য রাখতে হবে। নীচু এলাকা থেকে আগাম বাসিন্দাদের সরাতে হবে। ২৪ ঘণ্টা নজরদারি চালাতে ও সতর্ক থাকতে হবে। 
  • Link to this news (বর্তমান)