শিশুদের উন্নয়নে একজোট ইউনিসেফ, পশ্চিমবঙ্গ সরকার! সঙ্গে বহু কর্পোরেট সংস্থা
প্রতিদিন | ২৬ জুলাই ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের উন্নয়নের স্বার্থে এই প্রথমবার একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন কর্পোরেট সংস্থা ও ইউনিসেফ। এই উদ্যোগের ফলে শিল্প প্রতিষ্ঠানগুলির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR)-র খাতে বরাদ্দকৃত তহবিল, ইউনিসেফের দক্ষতা এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় শিশুদের জন্য সমস্যাগুলি সমাধানে একযোগে কাজ করা হবে।
গত বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এবং ইউনিসেফ আয়োজিত ‘ম্যাচিং গ্রান্টস টু নীডস’ শীর্ষক এক ত্রিপাক্ষিক আলোচনায় বিভিন্ন বণিকসভার সদস্যরা অংশগ্রহণ করেন। যেমন- অ্যাসোচেম, বিসিসিআই, ভারত চেম্বার্স, ফিকি, এমসিআইআই, সিআইআই প্রমুখ। বৈঠক শেষে তাঁরা শিশুদের ভবিষ্যৎ এবং তাঁরা যে পরিবেশে বাস করে তা সুরক্ষিত করার জন্য শিশুদের উপর বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
শিল্প, বাণিজ্য ও উদ্যোগমন্ত্রী ডা. শশী পাঁজাকে বলতে শোনা যায়, ”শিশুদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্পের পোর্টফোলিও এই পোর্টালে দেওয়া রয়েছে। এবং কর্পোরেট সংস্থাগুলি এখান থেকে প্রকল্প খুঁজে সেখানে তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে পারে।”
এদিকে ভারত সরকারের সঙ্গে গত ৭৫ বছরের বেশি সময় ধরে ইউনিসেফের কাজকর্মের উল্লেখ করে এদেশে ইউনিসেফের প্রতিনিধি সিন্থিয়া ম্যাকক্যাফ্রে জানান যে, এই আলোচনা শিশুদের উন্নয়নের কাজে আশা ও উচ্চাকাঙ্ক্ষার সঞ্চার করেছে। তিনি বলেন, “আমরা একযোগে আরও শক্তিশালী হয়েছি। আমাদের জ্ঞান, দক্ষতা এবং আরও পেশাদার ও নাগরিক সমাজের অংশগ্রহণের মাধ্যমে আমরা সমাজের চাহিদা পূরণ করতে পারব,” তিনি বলেন।
এদিন তিনি কর্পোরেট সংস্থাগুলির প্রতিনিধিদের সামনে শিশুদের জন্য ইউনিসেফের কাজের বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন এবং রাজ্যে অঙ্গনওয়ারি কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতাল, কন্যাশ্রী ক্লাব, প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের শিক্ষাকেন্দ্র সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। মঙ্গলবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ও রাজ্যে শিশুদের বিকাশ ও ক্ষমতায়নে সহায়তাকারী সামাজিক উন্নয়নের প্রকল্পগুলির জন্য তাঁকে ধন্যবাদ জানান।
কর্পোরেট সংস্থাগুলির প্রতিনিধিরা ডা. পাঁজা ও ইউনিসেফের আধিকারিকদের সামনে তাঁদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্যোগের কথা তুলে ধরেন এবং ফিরে গিয়ে তাঁদের বণিকসভার সদস্যদের মধ্যে এই ত্রিপাক্ষিক উদ্যোগের সুযোগগুলি নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।
ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার প্রধান ডা. মনজুর হোসেন তাঁর আলোচনায় বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের সহযোগী হিসেবে, ইউনিসেফ আশা প্রকাশ করে যে এই আলোচনার ফলে কর্পোরেট সংস্থাগুলি আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে শিশুদের বিকাশে আরো ভালো পরিকল্পনা করতে পারবেন।”
রাজ্য সরকারের কর্মকর্তারা বণিকসভার প্রতিনিধিদের তাদের কোম্পানিগুলিকে ‘সিএসআর পোর্টাল’-এ নিবন্ধিত করার জন্য অনুরোধ করেন। পোর্টালে ইতিমধ্যেই ৪৫০ কোটি টাকার প্রকল্প স্থাপন করা হয়েছে এবং ৩৭টি শিল্প প্রতিষ্ঠান এতে নিবন্ধিত হয়েছে একথা মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষ অনুষ্ঠানে জানান।