• ‘অনুমতি না মিললে…’, নবান্ন অভিযান নিয়ে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের আবেদনে সাড়া, বড় নির্দেশ হাই কোর্টের
    এই সময় | ২৬ জুলাই ২০২৫
  • বকেয়া ডিএ মেটানো, অস্থায়ী কর্মচারিদের স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ-সহ বেশ কিছু সংগঠন। এ দিকে হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসার দিনে নবান্ন অভিযানের ডাকে আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীদের একাংশ। শুক্রবার ব্যবসায়ীদের সেই আবেদনে সাড়া দিল আদালত। 

    এ দিন  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যদি পুলিশ ওই অভিযানগুলিতে অনুমতি না দেয়, তা হলে কোনও ভাবেই মিছিল বা সভা করে হাটের ব্যবসায় ব্যাঘাত ঘটানো যাবে না। শুধু তাই নয়, অনুমতি ছাড়া যদি এই ধরনের কোনও উদ্যোগ নেওয়া হয়, সে ক্ষেত্রে পুলিশকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে হাই কোর্ট। 

    ব্যবসায়ীদের পক্ষ থেকে আদালতে জানানো হয়,  ২৮ জুলাই এবং ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পুলিশ অভিযানের অনুমতি দেয়নি। তার মধ্যে অভিযান হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। পুজোর মুখে ক্ষতির মুখে পড়বেন বহু ব্যবসায়ী। ব্যবসায়ীদের এই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ।

  • Link to this news (এই সময়)