সংবাদদাতা, কালিয়াচক: বাড়িতে ছিল জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বাজানো হচ্ছিল ডিজে বক্স। আর তা বাজাতে বন্ধ করতে বলেন প্রতিবেশী কল্পনা ঘোষ। কিন্তু তাতে কর্ণপাত করেননি পবিত্রা ঘোষরা। অভিযোগ, এরপরই রাত বারোটায় মা ও মেয়ে একসঙ্গে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে পবিত্রা সহ আরও তিনজনকে। প্রাণনাশের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনা বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাড়িবোনা গ্রামের। স্থানীয় সূত্রে খবর, কল্পনার সঙ্গে আগাগোড়াই পবিত্রাদের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গণ্ডগোল ছিল। সেই থেকেই দু’পক্ষের মধ্যে বিবাদ। আগেও পবিত্রাদের উপর চড়াও হয়ে মারধর করে কল্পনারা। মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মিটমাট করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন ধরে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে। এদিন ডিজে বক্স বাজাতেই বিকেল থেকেই কথা কাটাকাটি শুরু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ডিজে বক্স বাজিয়ে নাচানাচি করছিল পবিত্রারা। তখনই কল্পনা ও তার মেয়ে এলোপাথাড়ি ইট ছুড়তে শুরু করে। সেই সঙ্গে লোহার রড ও লাঠি দিয়ে চলে বেধড়ক মার। পবিত্রা জানিয়েছেন, ভাইয়ের ছেলের জন্মদিন ছিল। আমরা ডিজে বাজিয়ে একটু আনন্দ করছিলাম। বুঝতেই পারিনি কল্পনারা গণ্ডগোল করবে। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বোনেরা নাচানাচি করছিলাম। সেই হিংসায় আমাদের মারধর চালায় তারা। ছোট বোনকে প্রাণে মারার চেষ্টা করে কল্পনা ও তার মেয়ে পূজা। শুক্রবার সকালে বিষয়টি লিখিতভাবে বৈষ্ণবনগর থানায় জানিয়েছি। কল্পনার দাবি, ডিজে বাজিয়ে তারা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিল। আমরা বারণ করতে আমাদের উপরে চড়াও হয়ে মারধর করেছে। এখন মিথ্যা অভিযোগ করছে। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। সেই ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।