কেন্দ্রীয় অর্থ না মেলায় বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্প থমকে: সভাধিপতি
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, শিলিগুড়ি: কেন্দ্রীয় অর্থনৈতিক অবরোধ অব্যাহত। তাই শিলিগুড়ির গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছনোর প্রকল্প থমকে রয়েছে। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদে উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বৈঠকের পর একথা বলেন সভাধিপতি অরুণ ঘোষ। সভায় তিনি ছাড়াও দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক (মহকুমা পরিষদ) নির্মাল্য ঘরামি, চারটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও ২২টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা হাজির ছিলেন।
সভাধিপতি বলেন, বৈঠকে কর্মশ্রী, মিশন নির্মল বাংলা, পঞ্চদশ অর্থ কমিশন, ১০০ দিনের কাজ, গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহ প্রভৃতি প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়। অধিকাংশ প্রকল্প ঠিকঠাক চলছে। কিন্তু কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না করায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কিছু প্রকল্প অর্ধসমাপ্ত রয়েছে।
এদিকে আজ, শনিবার মহকুমা পরিষদের বোর্ড গঠনের তৃতীয় বর্ষপূর্তি। তাই পাথরঘাটায় ই-রিকশ চালিয়ে বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সাফাই কর্মসূচির সূচনা করবেন সভাধিপতি ও জেলাশাসক প্রীতি গোয়েল। তাঁরা নকশালবাড়িতে বৃক্ষ রোপণও করবেন। এজন্য ১০০টি গাছের চারা জোগাড় করেছে মহকুমা পরিষদ। সভাধিপতি বলেন, মহকুমা পরিষদের বোর্ড গঠনের তৃতীয় বর্ষ উপলক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিচালন বোর্ড গঠনের তৃতীয় বর্ষ উদযাপন করল মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েত। এদিন তারা অনুষ্ঠানিকভাবে কলমজোতে বৃক্ষ রোপণ করেছে। অনুষ্ঠানে প্রধান কৃষ্ণ সরকার সহ পঞ্চায়েতের সদস্যরা ছিলেন। প্রধান বলেন, এদিন ৩০টি গাছ লাগানো হয়ছে। বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি বছরভর চলবে।