সংবাদদাতা, বাগডোগরা ও ময়নাগুড়ি: মাটিগাড়ার হিমুল রোড থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হল ময়নাগুড়িতে। বাইকটি উদ্ধার করার পাশাপাশি দুই যুবককেও গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস।
২১ জুলাই হিমুল রোডের একটি পেট্রল পাম্পের সামনে পার্ক করে রাখা একটি বাইক চুরি যায়। বাইকের মালিক প্রশান্ত মুখোপাধ্যায় সন্ধ্যায় বাইক রেখে পাশের একটি বাড়িতে গিয়েছিলেন। রাতে এসে দেখেন বাইক নেই। আশেপাশে খোঁজাখুঁজি করেও পাননি বাইকটি। ২৩ জুলাই মাটিগাড়া থানায় বাইক চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। গোপন সূত্রের ভিত্তিতে পুলিস জানতে পারে ময়নাগুড়িতে রয়েছে বাইকটি। সেইমতো বৃহস্পতিবার মাটিগাড়া থানার পুলিসের একটি টিম ময়নাগুড়ি গিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করে।
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম স্বপ্নময় দাস ও রূপল দেবগুপ্ত। ধৃতরা দু’জনই ময়নাগুড়ির আনন্দনগরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, এদের মধ্যে একজন আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। চোরাই বাইকটি বিক্রি করতে এরা এক মাদক কারবারির কাছেও গিয়েছিল বুধবার। তবে ভালো দাম না মেলায় সেখানে বিক্রি করেনি বাইকটি। আইনি প্রক্রিয়া মিটিয়ে উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে মাটিগাড়া থানার এক অফিসার জানিয়েছেন। এদিকে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, বাইক সহ দু’জনকে গ্রেপ্তার করে তাদের মাটিগাড়া থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।