• জেই রুখতে মাইকিং, লিফলেট বিলি, আশাকর্মীদের নিয়ে বৈঠক
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জাপানি এনসেফেলাইটিস রুখতে বাসিন্দাদের সচেতন করতে প্রশাসনের তরফে মাইকিং ও লিফলেট বিলি শুরু হল। সেইসঙ্গে বাড়ি বাড়ি সমীক্ষার কাজে যাতে কোথাও ফাঁক না থাকে, সেজন্য আশাকর্মী, প্রাণীবন্ধু ও ভিলেজ রিসোর্স পার্সনদের নিয়ে জলপাইগুড়িতে প্রশিক্ষণ শিবির হল শুক্রবার। সদর ব্লক প্রশাসনের তরফে শহরের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত ওই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, সদরের বিডিও মিহির কর্মকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বসু, ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক শৌভিক বাড়ুই প্রমুখ। বিডিও বলেন, জাপানি এনসেফেলাইটিস রুখতে স্পর্শকাতর জায়গাগুলিকে চিহ্নিত করছি আমরা। সেইসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েতের তরফে এলাকায় মাইকিং চলছে। লিফলেট বিলি করা হচ্ছে। কোথাও যাতে জল না জমে, সেদিকে বিশেষভাবে নজর রাখছি আমরা। আশাকর্মী, প্রাণীবন্ধু, ভিআরপি’রা একেবারে গ্রামীণস্তরে কাজ করেন। ফলে জেই রুখতে তাঁদের কী করণীয়, সেটাই এদিন বোঝানো হয়েছে। কেউ জ্বরে আক্রান্ত কি না, জ্বরের সঙ্গে অন্য কোনও উপসর্গ রয়েছে কি না, সেসব খতিয়ে দেখতে বাড়ি বাড়ি সার্ভে চলছে।

    জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই জাপানি এনসেফেলাইটিসে পাঁচজন আক্রান্ত। আরও বেশ কয়েকজন অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম নিয়ে চিকিৎসাধীন। জলপাইগুড়ি শহরে থাবা বসিয়েছে জেই। জলপাইগুড়ি সদর ব্লকে দু’জন জেই আক্রান্ত। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ফলে জাপানি এনসেফেলাইটিস রুখতে এখন মরিয়া প্রশাসন।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)