সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাঝেরডাবরি চা বাগানে শুক্রবার ভোরে আরও একটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। ভোরে বাগানের ৩-এ সেকশনে খাঁচাবন্দি স্ত্রী চিতাবাঘের গর্জনে ঘুম ভেঙে যায় শ্রমিকদের। বক্সার বনকর্মীরা এসে চিতাবাঘটি নিয়ে যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, শুক্রবার মাঝেরডাবরি চা বাগানে আরও একটি চিতাবাঘ ধরা পড়েছে। চিতাবাঘটিকে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বাগানের বিভিন্ন সেকশনে এখনও তিনটি খাঁচা বসানো রয়েছে।
গত মঙ্গলবার ভোরেও মাঝেরডাবরি বাগানে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। সেটাও ছিল স্ত্রী চিতাবাঘ। বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, দুটি স্ত্রী চিতাবাঘ ধরা পড়লেও বাগানে একটি পুরুষ চিতাবাঘ এখনও রয়েছে গিয়েছে। কারণ, পুরুষ চিতাবাঘটিকে মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। বনদপ্তর সূত্রে খবর, পুরুষ চিতাবাঘকে ধরতে বাগানের ২, ৩-এ ও ৪ নম্বর সেকশনে খাঁচাগুলি বসানো হয়েছে। চিতাবাঘের আতঙ্কের কারণে বাগানের শ্রমিকরা পাতা তোলার কাজ শুরু করেন পটকা ফাটিয়ে ও টিন বাজিয়ে। আতঙ্কের মধ্যেই চলছে বাগানের কাজ। নিজস্ব চিত্র