সংবাদদাতা, বোলপুর: পাঁচ বছর পর পর্যটকদের জন্য খুলতে চলেছে বিশ্বভারতীর ক্যাম্পাস। আগামী ৩ আগস্ট, রবিবার থেকে শান্তিনিকেতনে হেরিটেজ ওয়াক শুরু হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি মারফত এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ। বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি আগেই জানিয়েছিলেন, পর্যটকদের জন্য বিশ্বভারতী ক্যাম্পাস ফের খুলে দেওয়ার ভাবনা তাঁর অন্যতম অগ্রাধিকার। গত মার্চ থেকে শুরু হয় হেরিটেজ ওয়াকের প্রস্তুতি। গত বুধবার পরীক্ষামূলক ট্রায়াল সফলভাবে হয়েছে। প্রস্তুতির যাবতীয় কাজ শেষ হওয়ায় কর্তৃপক্ষ আগস্ট মাসের প্রথম সপ্তাহেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হেরিটেজ ওয়াকের মাধ্যমে সকলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিজ্ঞপ্তিতে জনসংযোগ আধিকারিক জানান, আগামী ৩ আগস্ট ২০২৫, রবিবার থেকে শান্তিনিকেতনে হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় রেখে তারিখটি নির্ধারিত হয়েছে। প্রসঙ্গত ট্রায়ালের দিন উপাচার্য জানিয়েছিলেন শান্তিনিকেতনের কোর হেরিটেজ এলাকাগুলি ঘুরিয়ে দেখানো হবে প্রশিক্ষিত গাইডের মাধ্যমে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পর্যটকদের ধরন অনুযায়ী— সাধারণ পর্যটক ৩০০ টাকা, একক পড়ুয়া ১৫০ টাকা, ছাত্রছাত্রীদের ব্যাচ ৫০ টাকা করে ও বিদেশিদের জন্য ১০০০ টাকা। রবীন্দ্রভবন দেখার জন্য ১০০ টাকা এবং গাইড-সহ ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সব টিকিট মিলবে রবীন্দ্রভবন সংগ্রহশালার কাউন্টার থেকে। অনলাইন বুকিং চালু হবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে। প্রাথমিকভাবে প্রতি রবিবার হেরিটেজ ওয়াক পরিচালিত হবে। থাকবে অ্যাম্বুল্যান্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যবস্থা।