ইউজিসি নেটে বাংলায় প্রথম হয়ে শুভেচ্ছায় ভাসছেন কাটোয়ার নিলুফা
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: জেইইতে সর্বভারতীয় স্তরে কাটোয়া শহরের দেবদত্তা মাজি প্রথম হয়েছিলেন৷ এরপর ইউজিসি নেট পরীক্ষাতেও ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে বাংলাতে প্রথম হয়েছেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে ১০০ পার্সেন্টাইল পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করেছন৷
নিলুফা ইয়াসমিন বলেন, এসবই আমার কাছে স্বপ্নের মতো লাগছে৷ আমি কঠোর পরিশ্রম করেছি। এতটা আশা করিনি। রেজাল্ট দেখে বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে। আমি অধ্যাপনা করতে চাই। সঙ্গে গবেষণাও করব। আমার গবেষণায় যেন শিক্ষাক্ষেত্রে নতুন কোনও দিক খোলে সেদিকে নজর রাখব।
কাটোয়া পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফা ইয়াসমিন কাটোয়া শহরেই পড়াশুনা করেছেন। তাঁর বাবা মোল্লা মোহম্মদ বেল্লাল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নিলুফা ২০২০ সালে কাটোয়া কলেজ থেকে বাংলায় স্নাতক স্তরের পড়া শেষ করেছেন। তারপর তিনি স্নাতকোত্তরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতকোত্তর শেষ করে নেটের প্রস্তুতি শুরু করেন তিনি। আগে দু’ বার তিনি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তিনি সফল হননি৷ এরপর তিনি ২০২৫ সালের জুন মাসে ফের নেট পরীক্ষায় বসেন৷ শেষে এমন সাফল্যের শিখরে পৌঁছন৷ তিনি ভালো গানও করেন৷ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ইতিমধ্যেই নিলুফাকে ফোন করে শুভেচ্ছা জানান৷ তিনি বলেম, আমি নাদনঘাটে একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানাব। -নিজস্ব চিত্র