প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিনপুর ব্লকের হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিশ্বজুড়ে উষ্ণায়ন বাড়ছে। দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেজন্য প্রাকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো নিয়ে সচেতনতাও বাড়ছে। শুক্রবার বিনপুর-১ ব্লকের আঁধারিয়া রাজবল্লভ হাই স্কুলের পড়ুয়ারা নিজেদের নামে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও ডিআই শক্তিভূষন গঙ্গোপাধ্যায় এ. কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আঁধারিয়া রাজবল্লভ হাই স্কুল স্থাপিত হয় ১৯৫৮ সালে। ১১০০ ছাত্রছাত্রী ও ২৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া হয়। পড়ুয়াদের নিয়ে কন্যাশ্রী, কনজিউমার ও ইকো ক্লাব গড়ে তোলা হয়েছে। স্কুলের হস্টেলে থেকে ৭০ জন পড়ুয়া পড়াশোনা করে। এদিন স্কুল কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়। স্কুলের নিকটবর্তী ৫ নম্বর রাজ্য সড়কের আঁধারিয়া থেকে রথবেড়া পর্যন্ত রাস্তার একপাশে এদিন ৩০টি অমলতাস গাছ লাগায় পড়ুয়ারা। প্রতিটি গাছের চারার সঙ্গে একজন ছাত্র ও ছাত্রী ও শিক্ষক কিংবা শিক্ষিকার নাম বোর্ডে লেখা থাকবে। গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বও পড়ুয়ারা পালন করবে।
একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী প্রেরণা বন্দ্যোপাধ্যায় বলে স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্য হয়ে আমরা নানা সচেতনতামূলক কার্যক্রম করি। বর্তমান সময়ে উষ্ণায়নের জন্য জলবায়ুর পরিবর্তন ঘটেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ প্রয়োজন। যে গাছ রোপণ করেছি তাতে আমার নাম উল্লেখ রয়েছে। গাছটির রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাকে দেওয়া হয়েছে। ওই গাছে যখন ফুল ফুটবে তখন বলতে পারব এই গাছটি আমি বড় করে তুলেছি। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রাখী দলুই জানায়, গাছ লাগিয়ে আমার গর্ব হচ্ছে।
বিদ্যালয়ের টিচার ইনচার্জ অর্ধেন্দু সেনাপতি বলেন, পঠনপাঠনের পাশাপাশি পড়ুয়াদের সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া হয়। ছাত্রছাত্রীরা যখন বড় হবে তখন সমাজ, প্রকৃতির প্রতিও তাদের দায়িত্ব পালন করতে হবে। ছোট থেকে তাঁরা যাতে এবিষয়ে সচেতন হয় সেজন্য এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিটি গাছের সঙ্গে পড়ুয়ার নাম উল্লেখ থাকায় অন্য স্কুলগুলিও বৃক্ষরোপণে উৎসাহিত হবে।