• দলের অনুমোদন ছাড়াই অঞ্চল সভাপতি বদল, শোকজের মুখে ব্লক তৃণমূল সভাপতি
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দলের আপত্তি অগ্রাহ্য করে শুক্রবার নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া অঞ্চল তৃণমূল সভাপতি পদে রদবদল করেছেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। গোটা ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ নেতৃত্ব। এজন্য বাপ্পাদিত্যকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। আজ, শনিবার তাঁকে শোকজ করা হতে পারে বলে দলীয় সূত্রের খবর। তার আগে শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূলের সহ সভাপতি শেখ আব্দুল আলিম আলরাজি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই রদবদলে দলের সায় নেই। জেলা নেতৃত্বের আপত্তি সত্ত্বেও রদবদল করা হয়েছে। তাই এই পরিবর্তনকে দল স্বীকৃতি দিচ্ছে না।

    নন্দীগ্রাম-১ ব্লকে ভেকুটিয়া অঞ্চল তৃণমূল সভাপতি হিসেবে কাঞ্চন দাস ২০২১ সালে ডিসেম্বর মাস থেকে আছেন। শুরুতে কাঞ্চন দাস ও অনুপ প্রধান দু’জনকে এলাকাভিত্তিক অঞ্চল সভাপতি করা হয়। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে কাঞ্চনবাবু গোটা অঞ্চলের সভাপতি হন। যদিও হরিপুর, গোকুলনগর, সোনাচূড়ার মতো ভেকুটিয়া অঞ্চল বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। বিধানসভা থেকে পঞ্চায়েত, লোকসভা থেকে হালে বিভিন্ন সমবায় ভোটে বিজেপি আধিপত্য বজায় রেখেছে। শুধু ভেকুটিয়া নয়, নন্দীগ্রাম-১ ব্লকে এবছর ১৭টি সমবায়ের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ১২টিতে। 

    শুক্রবার আচমকা ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল নেতা রাখহরি ঘড়াকে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে অঞ্চল সভাপতির নিয়োগপত্র তুলে দেন বাপ্পাদিত্য। যদিও এনিয়ে কয়েকদিন ধরে জেলা সভাপতির সঙ্গে তাঁর মতপার্থক্য হচ্ছিল। জেলা সভাপতি সুজিত রায় তাঁকে এই রদবদল না করার নির্দেশ দেন। কারণ, পার্টিতে জেলা সভাপতি ও জেলা কমিটির চেয়ারপার্সনদের নাম ঘোষণা হলেও এখনও ব্লক সভাপতিদের নাম ঘোষণা বাকি। ব্লকস্তরে সভাপতি পদে রদবদলের পর অঞ্চল স্তরে পরিবর্তন হবে। তার আগে অঞ্চলে পরিবর্তন করা ঠিক হবে না বলে সুজিতবাবু সতর্ক করে দেন। কিন্তু, তাঁর আপত্তি উড়িয়ে নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি শুক্রবার রদবদল করে দেন। তারপরই পার্টিতে এনিয়ে ঝামেলা তুঙ্গে ওঠে।

    সম্প্রতি ভেকুটিয়া অঞ্চল থেকে তৃণমূল নেতৃত্বের একটা অংশ অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ব্লক সভাপতিকে চিঠি দেন। তৃণমূলের ব্লক কমিটির সদস্য আমিরুল ইসলাম, অঞ্চল সহ সভাপতি ও পঞ্চায়েত সদস্য শেখ আক্রাম, অঞ্চল সদস্য শ্রীময় ভট্টাচার্য ও অঞ্চল যুব সভাপতি লোকনাথ বারিক দল ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ওই চিঠি দিয়েছিলেন। অঞ্চল সভাপতির সঙ্গে ঠিকমতো বনিবনা না হওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে আক্রামদের দাবি। যদিও ব্লক সভাপতির সঙ্গে তাঁদের গোপন আঁতাত থেকেই ওই চিঠি দেওয়া হয়েছিল বলে কাঞ্চন দাস ঘনিষ্ঠদের দাবি। অঞ্চল সভাপতিকে সরানোর জন্য ওই চিঠিকে হাতিয়ার করতেই ওই ছক করা হয়েছিল বলে অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ গোলের দাবি।

    জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, এই মুহূর্তে অঞ্চল স্তরে কোনও রদবদলকে দল স্বীকৃতি দেবে না। সামনেই ব্লক স্তরে সভাপতিদের নাম ঘোষণা হবে। তার আগে অঞ্চলে পছন্দের ব্যক্তিদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। নন্দীগ্রামের ঘটনায় ব্লক সভাপতিকে শোকজ করা হবে।

    এনিয়ে বাপ্পাদিত্য গর্গকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাখহরি ঘড়া বলেন, ভেকুটিয়ায় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে ব্লক সভাপতি আমাকে অঞ্চল সভাপতি হিসেবে নিয়োগপত্র দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)