• লালগোলায় ২০ লক্ষ টাকার হেরোইন সহ পাকড়াও ১ জন
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: হাত বদলের আগেই হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিস। বৃহস্পতিবার গভীর রাতে লালগোলা থানার কৃষ্ণপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আবু তালেক শেখ। তার বাড়ি লালগোলার বলরামপুরে। ধৃতকে শুক্রবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই মাদক কারবারিকে হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩৫২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত কৃষ্ণপুর রেলস্টেশন এলাকায় রাকিবুল শেখের থেকে হেরোইন নিয়ে ফাইক শেখকে হাত বদল করতে নলডহরি যাচ্ছিল। পরবর্তীতে ফাইক সুযোগ বুঝে বাংলাদেশে পাচার করত। লালগোলা থানার পুলিস জানিয়েছে, সোর্স মারফত আগাম খবর ছিল, বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুর রেলস্টেশন এলাকায় মাদকদ্রব্যের হাত বদল হবে। সেইমতো সন্ধ্যার পর থেকে রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় নজরদারি শুরু হয়। রাত প্রায় দেড়টা নাগাদ এক যুবককে হেঁটে আসতে লক্ষ্য করা যায়। কিন্তু পুলিসের উপস্থিতি বুঝতে পেরে সে রেললাইন বরাবর ছুটতে শুরু করে। বেশকিছুটা পথ পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিস।

    প্রসঙ্গত, এক সপ্তাহ আগে লালগোলার বিলবোরা কোপরা পঞ্চায়েতের রামনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৩৭ গ্রাম হেরোইন সহ তিন কারবারিকে পুলিস গ্রেপ্তার করে। মণিপুর থেকে হেরোইন নিয়ে এসে বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)