নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে তিনটি বুথ নিয়ে হবে একটি শিবির। প্রথমে শিবিরে আলোচনা করবে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি প্রতিনিধিরা। তারপর নিজের নিজের বুথে যাবেন সব মহলের প্রতিনিধিরা। সরেজমিনে প্রস্তাবিত কাজ খতিয়ে দেখবেন। তারপর ফের ফিরবেন শিবিরে। সেখানে কোন কাজ কীভাবে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সবাই। জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যসচিব মনোজ পন্থ।