• বৃষ্টি মাথায় খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনরা
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে। ফলে এসএসকেএম, আর জি কর, এন আর এস, মেডিক্যাল কলেজের মতো ব্যস্ত হাসপাতালের একতলায় জল ঢুকে যায়। বিস্তর দুর্ভোগের মধ্যে পড়তে হয় রোগী ও তাঁদের পরিজনদের।  এসএসকেএম হাসাপাতালে চিকিত্সার জন্য আসা রোগী কিংবা তাঁদের পরিজনরা অনেকেই ‘রাত্রি নিবাস’-এ জায়গা পাননি। তাঁরা সাধারণত খোলা আকশের নীচে বা ত্রিপল টাঙিয়ে থেকে যান। কিন্তু এই অঝোর বৃষ্টিতে তাঁরা বিপদে পড়ে গিয়েছেন। পিজি হাসাপাতালের এক কর্মী বলছিলেন, ‘রোগী ভর্তি থাকলে তবেই পরিজনরা ভিজিটর কার্ড দেখিয়ে রাত্রি নিবাসে থাকতে পারেন। কিন্তু সেখানে তো তিল ধারণের জায়গা নেই।’ কথায় কথায় জানা গেল, অনেকেই দূর-দুরান্ত থেকে ডাক্তার দেখাতে আসেন। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার তারিখ দেওয়া হয় কয়েকদিন বাদে। অনেকের পক্ষে এই সময়ের মধ্যে বাড়ি ফিরে গিয়ে আবার কলকাতায় ছুটে আসা খরচসাপেক্ষ হয়ে দাঁড়ায়। তাঁরা ক’দিনের জন্য যেভাবে হোক হাসপাতাল চত্বরেই মাথা গুঁজে থেকে যান। এই বৃষ্টির মধ্যে তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। নবদ্বীপ থেকে এসেছেন রেহানা বিবি। তিনি বলছিলেন, ‘সারা শরীরে খুব ব্যথা। ডাক্তার দেখালাম। আবার পরীক্ষার দিন কবে দেয়, জানি না। তাই এখানেই থেকে যাচ্ছি। টিকিট কাউন্টারের সামনের ছাউনিতেই আছি।’ টিকিট ঘরের সামনের বারান্দা পরিষ্কার করতে এলেই সবাইকে ত্রিপল-চাদর নিয়ে ছাতা মাথায় বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মুর্শিদাবাদ থেকে আসা এক ব্যক্তি বলছিলেন, ‘দাদা ভর্তি রয়েছে। এখানে তো থাকতেই হবে। কিন্তু ঘর ভাড়া করার মতো টাকা নেই। তাই ত্রিপল টাঙিয়েই থাকব।’
  • Link to this news (বর্তমান)