নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ খাইয়ে বেহুঁশ করে এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় তাঁর দুই বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। দোষী সাব্যস্ত দুই অপরাধীর নাম গৌডা গোপালকৃষ্ণা রাও এবং সঞ্জয় চক্রবর্তী। শুক্রবার আলিপুরের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভ্রনীল নিয়োগী এই আদেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ’মাস হাজতবাসের নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি শেখ আরিফুল মুর্শেদ সাংবাদিকদের বলেন, ঘটনার দশ বছর পর অপরাধীরা সাজা পেল, এটাই সরকারপক্ষের কাছে একটা বড় সন্তোষের বিষয়। জামিনে থাকা দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালত দোষী সাব্যস্ত করেছিল। যদিও রায়দানের পর অপরাধীদের দাবি, তাঁদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে যাবেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে এই খুনের ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার হেতালগঞ্জ এলাকায়। ঘটনার ৯০ দিনের মধ্যেই তদন্তকারী পুলিস অফিসার বিমল সরকার আলিপুর আদালতে চার্জশিট পেশ করেন। এই মামলায় সাক্ষ্য দেন মোট ১৫ জন।