নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছিনতাইয়ে বাধা পেয়ে বৃদ্ধকে চপার দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে মল্লিকবাজার এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জনা চারেক দুষ্কৃতী রতনলাল নামের বছর আটষট্টির এক বৃদ্ধকে চপার দিয়ে কোপায় বলে অভিযোগ। বৃদ্ধ চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। শুক্রবার রাতে বেডফোর্ড লেন থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মহম্মদ সাজ্জাদ ও মহম্মদ সানওয়ার। বাকিদের খোঁজ চলছে। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত রতনবাবুর বাড়ি পার্ক স্ট্রিট এলাকায়। বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে নেমে তিনি বাড়ির দিকে আসার সময় কয়েকজন যুবক তাঁর পিছু নেয়। তারা আচমকা তাঁকে ঘিরে ধরে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি বাধা দিলে প্রথমে তারা ধাক্কা দেয় তাঁকে। কিন্তু রতনবাবু রুখে দাঁড়ান। অভিযোগ, এরপর তাঁকে চপার দিয়ে কোপ মারে।