৯০ লক্ষ টাকা প্রতারণা, ধৃতের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ
বর্তমান | ২৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোটা অঙ্কের সুদের টোপ দিয়ে এক দম্পতির থেকে ৯০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছিল একটি সংস্থার এক হিসেবরক্ষকের বিরুদ্ধে। তাঁর নাম দিগন্ত মৌলিক। তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিস। শুক্রবার তাঁকে ৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা নগর দায়রা আদালত। বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, ধৃতকে জেরা করে তদন্তকারীরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান। সেগুলির খোঁজ চলছে। অভিযুক্তের মোবাইলে একাধিক ব্যক্তির ফোন নম্বরের সন্ধান মিলেছে। প্রয়োজনে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।