• ক্যালকাটা ক্লাবে প্রথম মহিলা প্রেসিডেন্ট ভোটে জিতে ইতিহাস কস্তুরীর
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঐতিহ্যবাহী ক্যালকাটা ক্লাবের নির্বাচনে অনন্য নজির গড়লেন কস্তুরী রাহা। ক্লাবের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা সভাপতি পদে নির্বাচিত হলেন। প্রেসিডেন্ট নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রদীপকুমার মুখোপাধ্যায় ও স্নেহাশিস ভৌমিককে হারিয়ে জয়ী হন কস্তুরীদেবী। এই জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আক্ষরিক অর্থেই একটা ঐতিহাসিক মুহূর্ত। ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’লরেটো হাউস, কলকাতা বিশ্ববিদ্যালয় ও লন্ডনের কিংস কলেজের এই প্রাক্তনী ২০১৩ সালে প্রথম মহিলা সদস্য হিসেবে ক্লাবের ম্যানেজিং কমিটিতে আসেন। এর কিছু বছর আগে মহিলাদের সদস্যপদ দেওয়া শুরু হলেও তাঁর আগে কোনও মহিলা ক্লাবের পরিচালন কমিটিতে ঠাঁই পাননি। সেবছর ৮২২ ভোট পেয়ে ১১ সদস্যের কমিটিতে এসেছিলেন রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত কস্তুরী দেবী। শুরু হয় পরিবর্তনের এক অধ্যায়। পরিচালন কমিটির জয়ের পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে পারলে, আশা করি একদিন আমি এই ক্লাবের প্রেসিডেন্ট হতে পারব। অবশেষে শুক্রবার সম্পূর্ণ হল সেই বৃত্ত।

     বিদায়ী প্রেসিডেন্ট ডাঃ অমিত রায়ের থেকে দায়িত্বভার নিচ্ছেন কস্তুরী রাহা।
  • Link to this news (বর্তমান)