নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরশুনায় সেনা পুলিসের এক প্রাক্তন আধিকারিকের বাড়িতে চুরি। তালা ভেঙে প্রায় দেড়শো গ্রাম সোনা ও নগদ তিন লক্ষ টাকা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে দাবি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর, ওই অফিসার বহুদিন ধরে সরশুনায় থাকেন। বৃহস্পতিবার বাড়ি ছিলেন না। শুক্রবার ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা পড়ে রয়েছে। সোনার গয়না উধাও। নগদ তিন লক্ষ টাকাও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এরপর সরশুনা থানায় লিখিত অভিযোগ জানান তিনি।