• অতিরিক্ত টাকা না দেওয়ায় তরুণীকে মার সল্টলেকের ঘটনায় ধৃত অ্যাপ ক্যাব চালক
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে নামাননি। তারপর উল্টে অতিরিক্ত ৪০ টাকা দেওয়ার জন্য জুলুম করেছিলেন অ্যাপ ক্যাব চালক। সেই টাকা না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় মারধর করা হল এক মহিলা যাত্রীকে। লাথি মেরে তাঁর হাত মুচড়ে দেওয়া হয়। আহত হয়েও আক্রান্ত মহিলা সাহসিকতার পরিচয় দিয়ে ক্যাবের চাবি নিয়ে থানায় দৌড়ন। তার জেরে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত ক্যাব চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকের ‘শুভান্ন’ এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাহবাজ আলি। তাঁর গাড়িটি আটক করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী বাগুইআটি থেকে সল্টলেকের ‘শুভান্ন’র কাছে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বাগুইআটির দেশবন্ধুনগর থেকে অ্যাপ ক্যাবটি ধরেন। ক্যাবে উঠতে গিয়ে দেখেন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আলাদা। চালক বলেন, এটি অন্যের গাড়ি। তিনি চালাচ্ছেন। চালক সল্টলেক বিকাশভবনের কাছে এসে যাত্রীকে নামতে বলেন। সেখান থেকে শুভান্ন’র দূরত্ব প্রায় ৬০০  মিটার। তরুণী গন্তব্যে নিয়ে যেতে বললে বচসা শুরু হয়। পরে গন্তব্য পর্যন্ত যান চালক। অ্যাপে দেখানো ভাড়া অনুযায়ী, তরুণী ১৬০ টাকা অনলাইনে পাঠান। তারপর চালক অতিরিক্ত ৪০ টাকা দাবি করেন। অভিযোগ, ওই টাকা না দেওয়ায় ক্যাব চালক রেগে তরুণীকে গালিগালাজ করেন। মহিলা চলে যেতে থাকলে চালক তাঁর হাত ধরে মুচড়ে দেন। এমনকি পেটে লাথি মারেন। মহিলা চিৎকার করলেও আশপাশের কেউ উদ্ধারে এগিয়ে আসেননি। নিজেকে রক্ষা করতে তরুণী হাঁটু দিয়ে চালককে আঘাত করেন। তখন চালক তাঁকে ছেড়ে দিতে বাধ্য হন। তখন ক্যাবের চাবি খুলে নিয়ে বিধাননগর উত্তর থানা দিকে দৌড় লাগান মহিলা। চালক পিছু ধাওয়া করেন। ততক্ষণে তরুণী থানায় ঢুকে গিয়েছেন। পুলিস চালককে হাতেনাতে ধরে। তারপর গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)