• পুরনো ওবিসি নিয়মেই ভর্তি শুরু স্নাতকোত্তরের ৮২৭২ আসনে
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সালের ওবিসি সংরক্ষণকে মান্যতা দিয়েই স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত এ কথা জানিয়েছেন। যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের তৈরি তালিকায় ছাড় দেয়, তাহলে সুপারনিউমেরারি সিট তৈরি করে আসন পূরণ করবে বিশ্ববিদ্যালয়। এদিন সমালোচনার সুরে উপাচার্য বলেন, রাজনৈতিক দলের ভুল পদক্ষেপে সাধারণ মানুষ ভুগছে। রাজ্যজুড়ে ভর্তির ক্ষেত্রে মারাত্মক জটিলতা ও স্থবিরতা সৃষ্টি হয়েছে।

    জানা গিয়েছে, ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। এক আগস্ট পর্যন্ত বিজ্ঞান বিষয়ের এবং ১৮ আগস্ট পর্যন্ত কলা ও বাণিজ্য বিভাগের আবেদন চলবে। বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের ছাত্রছাত্রীদের জন্য ৬০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য থাকবে ৪০ শতাংশ আসন। এই আসনের জন্য প্রবেশিকা আবশ্যিক। নিজস্ব ছাত্রছাত্রীরাও প্রবেশিকা দিতে পারবে। তাঁদের যদি প্রাপ্তনম্বরের ভিত্তিতে প্রকাশিত মেধাতালিকার চেয়ে প্রবেশিকার ভিত্তিতে প্রকাশিত তালিকায় র‌্যাঙ্ক ভালো থাকে, তাহলে তাঁরা সেই র‌্যাঙ্ক অনুযায়ীই ভর্তি হতে পারবেন। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় এবং তার অধীন কলেজগুলিতে কলা ও বাণিজ্যের মোট আসন পাঁচ হাজার ৪২৫। বিজ্ঞানের ক্ষেত্রে তা দু’হাজার ৮৪৭। তিনটি শাখাতেই সিংহভাগ আসন রয়েছে বিশ্ববিদ্যালয়ের। 
  • Link to this news (বর্তমান)