সংবাদদাতা, বনগাঁ: ঘর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর ঝুলন্ত, পচাগলা দেহ। মৃতের নাম আনন্দ বিশ্বাস (৫৫)। বৃহস্পতিবার রাতে বনগাঁ থানার পুলিস গোবরাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকেই ওই দেহটি উদ্ধার করে। নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি। গাঁড়াপোতা বাজারে তাঁর পানের দোকান রয়েছে। পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে পুলিস।