নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল চুরির পৃথক ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিস। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার গৌরীপুর কালীবাড়ি এলাকায়। সেখানে এক মহিলার একটি মোবাইল এবং নগদ দু’হাজার টাকা সহ কিছু নথিপত্র চুরি যায়। তদন্তে নেমে পুলিস ওদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সমীর দাস। কলকাতার টালা থানা এলাকায় বাড়ি।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল তিন জুলাই বিরাটির একটি রেস্তরাঁয়। দু’টি মোবাইল চুরি গিয়েছিল। ১৮ জুলাই রেস্তরাঁর ম্যানেজার এক কর্মীর নামে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিস রেস্তরাঁর ওই কর্মীকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রবি সাউ। তাঁর কাছ থেকে দু’টি মোবাইল উদ্ধার হয়েছে।