• খুনের অভিযোগে ৮ বছর বাদে ধৃত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান
    বর্তমান | ২৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে পুলিস গ্রেপ্তার করল ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান খতিব সর্দারকে। ২০১৭ সালে চোর সন্দেহে এক যুবককে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে এসে পিটিয়ে খুন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘ আট বছর পর ধরা পড়ল শাসকদলের এই প্রভাবশালী নেতা। তাকে বৃহস্পতিবার রাতে বারুইপুর থেকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিস। শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ওই ঘটনার পর পুলিস তদন্ত শেষ করে যখন চার্জশিট দিয়েছিল, তাতে খতিবের নাম ছিল না। বিষয়টি নিয়ে মৃতের পরিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিল। তদন্তে পুলিসের গাফিলতি ছিল বলে মন্তব্য করে বিচারক পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওই খুনের ঘটনায় যাঁরা সাক্ষী দিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের গোপন জবানবন্দি নেওয়া হয়। জানা গিয়েছে, সকলেই সেখানে খতিবের নাম জানিয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য তথ্যপ্রমাণ জোগাড় করে পুলিস। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিস।
  • Link to this news (বর্তমান)